Friday 8 December 2017


ওয়েব ডিসাইন এ(Zen-Coading) জেন কোডিং করুন আর মজা লন   

আমি আজকে  বলবো কিভাবে আপনি অতি তাড়াতাড়ি কোড করবেন। আচ্ছা আমরা ওয়েব ডিসাইন যারা করি তারা অবশ্য এটা জানি না অনেক এ যে কিভাবে নোটপ্যাড++ এ জেন্ কোডিং অ্যাড করবো।
বর্তমানে ওয়েব ডেভেলপারদের কাছে সবচেয়ে জনপ্রিয় কোড এডিটর হলো নোটপেড ++ ও সাবলাইম টেক্সট এডিটর। দ্রুত কোডিং করার জন্য আমরা একটি প্লাগিন ব্যাবহার করব যার নাম হচ্ছে নোটপেড এর জন্য জেন-কোডিং , আর সাবলাইমে সেটা ইমেট নামে পরিচিত। যার মাধ্যমে খুব দ্রুত কোডিং করা যায়। আজ আমরা নোটপেড ++ এ কিভাবে এটা ইন্সটল করে কাজ করবেন তা দেখব।
ফাইল টি এখান থেকে ডাউনলোড করবেন
[button link=”https://www.dropbox.com/s/x2avg50u98bahd3/zencoding.zip?dl=0″ color=”green”] ডাউনলোড[/button]
ডাইনলোড করার পর ইন্সটল করার জন্য ফোল্ডার এর ভিতরে যে NppScripting.dll ও NppScripting ফাইল পাবেন সেটা কে


যেখানে নোটপেড সফটওয়্যার টি ইনস্টল করেছেন সেখানে প্লাগিন ফোল্ডার (Notepad++\plugins) ফোল্ডার এর ভিতর রাখুন।



নোটপেড সফ্টওয়ার টি রি স্টার্ট করুন , জেন-কোডিং লেখাটি দেখলে বুজবেন যে প্লাগিনটি কাজ করছে



 আপনার জেনকোডিং টি কাজ করছে এখন এটি নিয়ে কিভাবে কাজ করবেন?
চিটশিট টি দেখে প্র্যাক্টিস করতে পারেন
চিটশিট টি ডাউনলোড করুন
[button link=”https://www.dropbox.com/s/9gpsdvgeqflgop5/ZenCodingCheatSheet.pdf?dl=0″ color=”green”] ডাউনলোড[/button]



নোটপেড সফ্টওয়ার টি রি স্টার্ট করুন , জেন-কোডিং লেখাটি দেখলে বুজবেন যে প্লাগিনটি কাজ করছে
এখানে দেখা যাচ্ছে যে head  ট্যাগ টি লেখার জন্য শুধু head  লিখে CTRL + E  চাপলেই <head > </head > টি চলে আসবে। এভাবে শিট দেখে প্র্যাক্টিস করতে পারেন না বুঝতে পারলে কমেন্ট এ জানাতে পারেন